আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৬:১১:০৬

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুুপুরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলা, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপ-সমন্বয়কারী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. তাজ উদ্দিন, কামিনীগঞ্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ভবানীগঞ্জবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মহসিন মুহিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রকিব, নারী প্রতিনিধি রেহানা বেগম, সুনন্দা ধর, দিপিকা ধর প্রমূখ।

২০১৫ সালে ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮শে সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল "তথ্য অধিকার সংকটে হাতিয়ার"।


সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন