Sylhet View 24 PRINT

জুড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৭:৩২:৫১

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জুড়ীতে বেসরকারি ইংলিশ ভার্সন একটি স্কুলে চুরি সংগঠিত হয়েছে। সোমবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ পায়।

জুড়ী উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারে অবস্থিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ খলিলুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে অনেক দিন থেকে স্কুল বন্ধ রয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজন মনে করে সোমবার সকালে স্কুলের পরিচ্ছন্নতা কর্মীকে স্কুলে ডেকে পাঠালে সে গিয়ে দরজা ভাঙা দেখতে পায়। কে বা কাহারা অফিস রুমের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং স্কুলে থাকা কম্পিউটারের একটি মনিটর ও নগদ প্রায় চার হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল এবং জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী সরেজমিন স্কুল পরিদর্শন করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.