আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুছ গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৮:৩৬:২৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুছকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুদ্দুছ উপজেলার তেলিমেলি গ্রামের আমিন আলীর ছেলে।  আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


পুলিশ জানায়, ৫টি চাঞ্চল্যকর ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুছ দীর্ঘ ৮ বছরে আত্মগোপনে ছিল। পুলিশ তাকে ধরতে বিভিন্নস্থানে অভিযান চালালেও পায়নি। কুদ্দুছ  চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলীপুর এলাকায় আছে-এমন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ও সহকারি উপপরিদর্শক (এএসআই) পিযুষ কান্তি দাস রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। 


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন জানান,  আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারির আলীপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

সিলেটভিউ২৪ডটকম / ২৮ সেপ্টেম্বর, ২০২০ / লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন