আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রাজনগর উপজেলা বিএনপিতে বর্ধিত সভা ছাড়াই চলছে পদ বিতরণ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-০১ ১৫:৪৭:৪৯

রাজনগর প্রতিনিধি :: কাউন্সিল বা কোন ধরণের বর্ধিত সভা ছাড়াই দলীয় সংবিধান লঙ্ঘন করে রাজনগর উপজেলা বিএনপিতে চলছে পদ বিতরণ।

জেলা বিএপির সভাপতির ফরমানে উপজেলা বিএনপির পদগুলো বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা।

অপরদিকে সহ সাংগঠনিক সম্পাদক রাজনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বরাদ্দ দেয়ায় ক্ষেপেছেন কমিটির অন্য নেতারা।

এব্যপারে জেলা বিএনপির সভাপতি বরাবর গণস্বাক্ষর করে লিখিত দিয়েছেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতা কর্মি। পরে ওই পদ থেকে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়।

উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা বিএনপি দুই গ্রুপে (নাসের ও রব্বানী) বিভক্ত ছিল। ২০১৯ সালের মে মাসে বর্তমান উপজেলা কমিটি (জেলা সভাপতি গ্রুপ) গঠিত হয়। এরপরই উভয় গ্রুপ এক হয়ে যায়। উভয় গ্রুপ এক হয়ে গেলেও রব্বানী গ্রুপের নেতাকর্মীরা মূল কমিটিতে এখনো স্থান পান নি। সম্প্রতি রাজনগর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক গেদন খান মারা গেলে পদটি শুণ্য হয়। শূন্য পদগুলো বগিয়ে নেয়ার জন্য উপজেলা বিএনপির পদ প্রত্যাশিরা জেলায় শুরু করেন দৌঁড়ঝাপ। এরপরই জেলা বিএনপির সভাপতির ফরমানে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বর্তমান কমিটির দুইজন ও অপর দুজনকে নতুন পদ বরাদ্দ দেন।

নতুন পদ প্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবের আহমদ চৌধুরীকে ১ম যুগ্ম সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা বিএনপির সহসভাপতি মোবারক মিয়ার ছেলে শামিম আহমদ ও ইউপি সদস্য আব্দুর রকিবকে সহ সাংগঠনিক সম্পাদক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে ১ম যুগ্ম সম্পাদকের পদ দেয়া হয়েছে মর্মে সভাপতি সম্পাদক স্বাক্ষরিত একটি দলীয় পেড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হলে তা পরিবর্তন করা হয়। দলের নেতা কর্মীরাও লিখিত দেন জেলা বিএনপির সভাপতির কাছে। এছাড়া বিএনপির সদস্য নন এমন দুই ব্যক্তিকে সহ সাংগঠনিক সম্পাদক করায়ও চলছে কানাঘোষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনেিয় সরব রয়েছেন বিভিন্ন নেতাকর্মী।

এবিয়ষয়ে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বকস সুন্দর বলেন, জেলা সভাপতির নির্দেশে এসব পদ বন্টন করা হয়েছে। এতে আমাদের কিছু করার নেই।

এনামুল হক চৌধুরীর নামে ১ম যুগ্ম সম্পাদক করার দলীয় প্যাড ভাইরাল হওয়ার বিষয়ে বলেন, কে বা কারা তা কারসাজি করেছে আমরা জানি না। তাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০১ অক্টোবর ২০২০/এআরএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন