আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রাজনগর উপজেলা পরিষদের ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ১৬:৩৯:২৮

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত  প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও নির্মিত তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ ও বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর মৌলভীবাজার আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পরিষদের ভবন সংকটের কারণে বেশ কয়েকটি দপ্তর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অফিস করছিল। এতে সাধারণ মানুষের পাশাপশি সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন দূর্ভোগের মধ্যে। অবশেষ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের মধ্য দিয়ে এ সমস্যার লাঘব হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জেলার নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, উপজেলা আওামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান শামসুর নুর আজাদ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমূখ।

পরে উপজেলার ৯৪ লক্ষ ২৮ হাজার ৪০৯ টাকা ব্যয়ে বিচইনকীর্তি, ৯১ লক্ষ ৯৩ হাজার ১০৬ টাকা ব্যয়ে দেবীপুর ও ৮৪ লক্ষ ৫৫ হাজার ৭১৭ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন নেছার আহমদ এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -র বাস্থবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মিম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ মাধ্যমে প্রাক্কলিত মূল্য ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ও চুক্তি মূল্য ৭ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ২৯৫ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ সম্পন্ন হবে।


সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০২০/এআরএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন