আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে অবৈধভাবে বালু পাচার: ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৭ ২১:৩৭:১৬

ফাইল ছবি

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বালু পাচারের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।     

জানা গেছে, কমলগঞ্জের স্থানীয় একটি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ১শ’ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে জমির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক জব্দকৃত বালু ১ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।
 
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী অবৈধভাবে বালু জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৭ অক্টোবর ২০২০/জয়নাল/জুনেদ  

শেয়ার করুন

আপনার মতামত দিন