আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে ভূমিহীন পরিবারকে কবুলিয়ত হস্তান্তর ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৮ ১৯:৫১:৪৪

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: কৃষি খাসজমি বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন ৪০ পরিবারকে কবুলিয়ত হস্তান্তর ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মৌলভীবাজারের সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ১৮১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার সদর উপজেলার কৃষি খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন ৪০ পরিবারকে কবুলিয়ত হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীসহ আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা আদিল মুত্তাকিন।

পরে প্রেমনগর চা বাগানে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভোক্ত মানুষের জীবণমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় নির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন। এই কার্যক্রমের আওতায় জেলার কয়েকটি চা বাগানে ১০টি পাকা ঘর ও ৫ টা ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৮ অক্টোবর ২০২০/ওফানা/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন