আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে মুসলিম উম্মাহর বিক্ষোভ মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-৩১ ০০:৪৬:৫৯

জুড়ী প্রতিনিধি :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মুসলিম উম্মাহর ব্যানারে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জুড়ী শিশু পার্কে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

জুম্মার নামাজের পর উপজেলা শহর ও আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে শিশু পার্কে প্রতিবাদ সভায় মিলিত হন। জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক, জুড়ী বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ, জাঙ্গিরাই চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দিন, নয়াবাজার ষোলপনী ঈদগাহের ইমাম মাওলানা সায়েম হোসেন, জুড়ী লামাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, মৌলভীবাজার বারের আইনজীবি মাহবুবুল আলম শামীম, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুল হাই প্রমুখ।

পরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বাজারে গিয়ে দোয়ার মাধ্যমে মিছিল শেষ হয়।

সিলেটভিউ২৪ডটকম/৩১ অক্টোবর ২০২০/এমএএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন