Sylhet View 24 PRINT

মৌলভীবাজারের সব থানায় ‘ডিজিটাল চোখ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২২ ১৭:০২:০৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার সব থানা ও বিভিন্ন দপ্তরকে শতাধিক আইপি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জেলা পুলিশ।

পুলিশিং সেবাকে গতিশীল ও দূর্নীতিমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)।

রবিবার দুপুরে ডিজিটাল আই এর উদ্বোধন করেন তিনি।

এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন অফিসে আমরা আইপি ক্যামেরা সংযোজন করেছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং দুর্নীতিমুক্ত পুলিশি সেবা কার্যক্রম অনেকদূর এগিয়ে যাবে।


সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০২০/এএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.