আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৬ ০১:১৮:৪১

নিজস্ব প্রতিবদেক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মাস্ক না পরায় পথচারীসহ ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান তাদের এই জরিমানা করেন। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক মাস্কের ব্যবহার নিশ্চিতে টানা চতুর্থ দিনের মত ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরে ঘোরাফেরার অপরাধে ১৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন আদালত। 

অভিযান চলাকালে সকলকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ নভেম্বর ২০২০/লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন