আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

লাউয়াছড়ায় বিরল প্রজাতির হনুমান অবমুক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৯ ১৭:১২:১৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির চশমাপরা হনুমানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা হনুমানটি গ্রামবাসীর হাতে আটক হয়।

শনিবার সন্ধ্যায় খবর পেয়ে চমশাপরা হনুমানটি উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উদ্ধার করে রবিবার দুপুরে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া চশমাপরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে হনুমানটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, হনুমানটি সম্পূর্ণ সুস্থ্য অবস্থায়ই উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষনের জন্য রেসকিউ সেন্টারে রাখা রাখার পর লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৯ নভেম্বর ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন