আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১২-০৩ ২০:১৬:০৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারে বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। খেলাপি ঋণের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ( ০৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাদের মনোনয়ন বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাজান আহমদ ও আবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম রেজা।

মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় ৩জন মেয়র প্রার্থীসহ ৪০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া খেলাপি ঋণের কারণে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।

সিলেটভিউ২৪ডটকম / ০৩ ডিসেম্বর ২০২০ / লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন