আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে: ডিআইজি মফিজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ১৯:১৫:০৭

রাজনগর প্রতিনিধি :: সমাজ ও দেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর এই বাংলাদেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে ভিষন-২০২১ বাস্তবায়ন করতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজনগর থানায় আয়োজিত সুধী সমাবেশে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম এসব কথা বলেন।

ডিআইজি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা মাদকের সাথে জড়িত তাদের ব্যাপারে পুলিশের কাছে তথ্য দিন। মাদক নির্মূলে সহযোগিতা করুন। পুলিশ জনগনের বন্ধু তা শুধু কথায় কাজেই প্রমানিত হয়েছে।

সুধি সমাবেশে উপস্থিত বিভিন্ন মামলার বাদীর বক্তব্য শুনেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

রাজনগর থানা পরিদর্শনে এসে সোমবার সন্ধ্যায় রাজনগরে মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি ও সন্ত্রাস মুক্ত রাজনগর গড়ার লক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন- ডিআইজি কার্যালয়ের স্টাফ অফিসার গৌতম দেব, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল ইসলাম, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সালেক মিয়া, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান সালিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।


সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-১৯

শেয়ার করুন

আপনার মতামত দিন