আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীর ফুলতলাবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

মো: বেলাল উদ্দিন সভাপতি, জামাল উদ্দিন সেলিম সম্পাদক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২২ ০১:১৪:১২

জুড়ী প্রতিনিধি  :: জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলাবাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২জন ভোটারের মধ্যে ৩৩৬জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা ৬.৩০ঘটিকায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী মো: বেলাল উদ্দিন আনারস প্রতীকে ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী বর্তমান সভাপতি এম. তাজুল ইসলাম চেয়ার প্রতীকে ৯১ এবং মো: মাসুক মিয়া ছাতা প্রতীকে ৪২ ভোট পেয়েছেন। হরিণ প্রতীকে ১৭৪ ভোট পেয়ে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন সেলিম। অপর প্রার্থী মো: ছবুর মিয়া তপুর চশমা প্রতীকে ১১২ ও  চাকা প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন আব্দুল বাছিত ছায়াদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মঈন উদ্দিন ছদরী। মই প্রতীকে তিনি পেয়েছেন ১৬৭ ভোট। একই পদে দেয়াল ঘড়ি প্রতীকে মো: আব্দুল খালিক ১০৫ ও টেবিল প্রতীকে তবারক আলী ৫৫ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম সেবুল পুনরায় নির্বাচিত হয়েছেন। জগ প্রতীকে তিনি পেয়েছেন ২০১ ভোট। অপর প্রার্থী শাপলা প্রতীকে মো: সফর আলী পেয়েছেন ১২৮ ভোট। মোরগ প্রতীকে সর্বোচ্চ ২৩৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আজির উদ্দিন সাব্বির। অপর প্রার্থী মো: শাহ আলম তালা চাবি প্রতীকে পেয়েছেন ৮২ ভোট। পুনরায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ১৮৭ ভোট। অপর প্রার্থী মো: সালা উদ্দিন আম প্রতীকে ১১১ ও মাছ প্রতীকে মানিক মিয়া পেয়েছেন ২৭ ভোট। দোয়াত কলম প্রতীকে ২২৮ ভোট পেয়ে পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন আব্দুর রশিদ। একই পদে সাদেক হোসেন বই প্রতীকে পান ৯৮ ভোট। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত আব্দুল মতিন আপেল প্রতীকে পেয়েছেন ২০৬ ভোট। অপর প্রার্থী নূর মিয়া গোলাপ ফুল প্রতীকে ১২২ ভোট পেয়েছেন। সদস্য পদে ডাব প্রতীকে মনফর আলী ২০৬, মাইক প্রতীকে রহিম আলী ১৫৯ ও টিউবওয়েল প্রতীকে ১৪৩ ভোট পেয়ে কানাই রাম বৈদ্য নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আব্দুল হাকিম চৌধুরী বাঘ প্রতীকে ১২২ ভোট পেয়েছেন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২১/এলএম/মিআচৌ-৩

শেয়ার করুন

আপনার মতামত দিন