আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

‌শ্রীমঙ্গলে ‘বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ’র কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ১৫:১৪:০৮

সিলেট :: বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি(UTSA) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোজ কুমার যাদবকে সভাপতি ও  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু নুনিয়াকে সাধারণ সম্পাদল পদে নির্বাচিত করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে বারোটায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটিটে অন্যান্য পদে যারা রয়েছেন তাদের মধ্যে- সিনিয়র সহ-সভাপতি- প্রীতম গোয়ালা (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক-ধরম রবিদাস, (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক-চম্পা নাইডু, (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ-বিশ্বজিৎ কৈরী (এমসি কলেজ)।

উক্ত কমিটিকে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার আহবান করা হয়েছে।

উল্লেখ্য, চা বাগান থেকে বেড়ে উঠা শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, চিকিৎসা সেবা ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্যে উক্ত জনগোষ্ঠী থেকে বেড়ে উঠা দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ২০১২ সালে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ।

বৃত্তি, মেধা প্রতিযোগিতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম সহ কয়েকটি জাতীয় পুরস্কার অর্জন করেছে সংগঠনটি।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন