Sylhet View 24 PRINT

কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১৭:৫৭:৫৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ জাুনয়ারি) দুপুরে সভা কক্ষে এ সভা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও সূচনার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- পজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল,ফজলুল হক বাদশাহ প্রমুখ।

রহিমপুর ২শ’, পতনউষার ২শ ৫০, মুন্সীবাজার ১শ’ ৩৫, শমশেরনগর ৫শ’ ৩২, কমলগঞ্জ সদর ১শ’ ৭০, আলীনগর ১শ’ ৫০, আদমপুর ২শ’ ও ইসলামপুর ৭শ’ ১২ জন কিশোরী জন প্রতি ১৫শ’ টাকা করে ৮ ইউনিয়নের ২৩৪৫ জন কিশোরীর জন্য পুষ্টিু সমৃদ্ধ খাদ্য গ্রহনে ৩৫ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা পাঠানো হচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৮

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.