আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০১ ১৭:৩০:৪৭

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে শব্দদূষণ ও সড়ক আইনে দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।

সোমবার দুপুর ১টায় জুড়ী কলেজ সড়কে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম না মেনে মাইকিংয়ের মাধ্যমে শব্দদূষণ করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮(২) ধারা মোতাবেক জেলার বড়লেখা উপজেলার গাজীটেকা আইলাপুর গ্রামের মৃত মস্তকিন আলীর পুত্র সামছুল ইসলাম খানকে ৩ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক একই গ্রামের হারুন রশীদ মোাল্লার পুত্র মোল্লা আহমদ হোসাইনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন