আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুুড়ীতে বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৬ ০০:৪০:২৯

জুড়ী প্রতিনিধি :: মুজিব শতবর্ষ উপলক্ষে জুড়ীতে ‘বঙ্গবন্ধু মোটর সাইকেল এন্ড মোটর সাইকেল ফুটবল প্রতিযোগিতা-২০২০’ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের যুুক্তফ্রন্ট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্ব গোয়ালবাড়ি ইয়াং স্টার ফুটবল একাদশ, জুড়ী ১-০ গোলে জলঢুপ ফুটবল একাদশ, বিয়ানীবাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জাগরণ সমাজ কল্যাণ সংস্থা, গোয়ালবাড়ি আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন রশীদ রাজি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ-এর পরিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, স্থানীয় বিশিষ্ট মুরব্বী গিয়াস উদ্দিন সিদ্দিকী, কানাডা আওয়ামী লীগের সদস্য আজিম উদ্দিন, লন্ডন প্রবাসী আছাদ উদ্দিন প্রমুখ।

অলিলা গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন প্রান্তের ২৪টি টিমের অংশ গ্রহণে গত বছরের ২৯ ফেব্রুয়ারি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরবর্তিতে করোনা ভাইরাস-এর কারণে দীর্ঘদিন প্রতিযোগিতার কয়েকটি খেলা বন্ধ ছিল।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৩

শেয়ার করুন

আপনার মতামত দিন