আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে অটোচালক হত্যা: এক আসামী গ্রেফতার, নিহতের বাড়িতে সংসদ সদস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ২০:৩৫:৪৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে ছুরিকাঘাতে সিএনজি অটো চালক নিহত হওয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় একজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় রবিবার বিকেলে নিহত সিএনজি অটোচালক আব্দুল জলিল এর বাড়িতে গিয়ে সমবেদনা জানান মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য ও উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।

পরিবার সদস্যদের শান্তনা দেন এবং নিহতের পিতা মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, থানার অফিসার ইনচাজ ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল চেয়ারম্যান প্রমুখ।

মুক্তিযোদ্ধার সন্তান সিএনজি অটোচালককে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান এমপি শহীদ।

মামলার তদন্তকারী অফিসার কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন, সিএনজি অটোচালক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে আলম হোসেন (৩৫) কে ভানুগাছ রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-২০

শেয়ার করুন

আপনার মতামত দিন