আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৫:৫৪:২৯

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতাধিক দৌঁড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল পৌনে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন দৌঁড় অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন এর ৫ কি:মি: ম্যরাথন দৌঁড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ম্যারাথন দৌঁড় শেষে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট ও মেডেল এবং সকল অংগ্রহনকারী র‍্যানারদের মেডেল প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন মামুন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটস সস্পাদক মোশাহীদ আলী, শমশেরনগরে র‍্যানার মো. সোলেমান মিয়া, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, যুবকসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলার সদস্যবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৯

শেয়ার করুন

আপনার মতামত দিন