আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় রেলপথে যুবকের দ্বিখণ্ডিত লাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৯ ১৩:৫২:১৮

নিজস্ব প্রতিবেদক :  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেলপথে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন বরমচাল এলাকায় রেলপথের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা হাসপাতালে গিয়ে লাশটি জামালের বলে শনাক্ত করেন। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে জামালের খোঁজ মিলছিল না। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর একটি কন্যাসন্তান আছে।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত জামালের শরীর দ্বিখণ্ডিত পাওয়া গেছে। জরুরি পণ্যবাহী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৩

শেয়ার করুন

আপনার মতামত দিন