আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় দোকান খোলা রাখার জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৯ ২১:০৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০টি দোকানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  শুক্রবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিদিন বিকেল ৫ টার মধ্যে দোকানপাট বন্ধ করার কথা। কিন্তু উপজেলার বেশিরভাগ ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে বেচাকেনা করেন। শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরসহ উপজেলার কাঠালতলী, রতুলী, দক্ষিণভাগবাজারে অভিযান চালায় প্রশাসন।  এসময় সরকারিবিধি অমান্য করে দোকান খোলা রাখায় ১০টি দোকানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা সরকারিবিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু 

শেয়ার করুন

আপনার মতামত দিন