আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গল লকডাউন কার্যকরে চেকপোষ্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ১৪:৩০:০০

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়  কঠোরভাবে লকডাউন কার্যকর করতে শহরের প্রবেশমুখে শনিবার (১৭ এপ্রিল) থেকে বসানো হয়েছে একাধিক চেকপোষ্ট। সরেজমিনে দেখে গেছে, শ্রীমঙ্গলে শহরতলীর বটেরমিল এলাকায়, সাঁতগাও, লছনা ও মৌলভীবাজার সড়কের ইছুবপুর এলাকা এবং ভৈরবগঞ্জ বাজার শেখবাড়ির মাদ্রাসার সামনে চেক পোষ্ট বসানো হয়। আবার এসব চেক পোষ্টে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে মানুষেরা।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান, লকডাউন বাস্তবায়ন করতে শহর ও শহরতলীতে পুলিশের টহল রয়েছে। অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে চেক পোষ্ট বসানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা জনগণকে সচেতন করতে প্রতিদিনই রাস্তাায় নামছি। মানুষজনকে বুঝাচ্ছি। অনেকেই সচেতন হয়ে চলাফেরা করছেন। তবে কারো কারো মধ্য এখনো অসেচতনতা ভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি সাত দিনের লকডাউন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন।



সিলেট ভিউ ২৪ ডটকম/সাইফুল/পিটি-১৬

শেয়ার করুন

আপনার মতামত দিন