আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

একজন মানবিক পুলিশ, হাজারো মুখে হাসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৩ ০১:৪২:১৩

মো. হাফিজুর রহমান :: একেএম সাজ্জাদুল আলম। উপ-পরিচালক (কমিউনিকেশন), র‌্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ফুলপুর উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। চাকুরির সুবাদে ইট, পাথরের শহরে থাকলেও গ্রামের মানুষের প্রতি রয়েছে অসীম দরদ ও ভালবাসা।

গ্রামের অসহায় ও গরীব মানুষের কাদামাখা কষ্টগুলো পীড়া দেয়। অসহ্য যন্ত্রনা। গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে পারলে দেহমনে তৃপ্তি পান।

গত ১লা মে ISSA Foundation সহযোগিতায় রূপসী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, গরীর ও দুস্ত মানুষের মাঝে পবিত্র মাহে রমযান আগমন উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রতিটি পরিবারকে ৩হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী করে প্রায় ৩৫০ টি পরিবারকে এ সাহায্য প্রধান করেন। সামনে রমযান উপলক্ষে এরকম সাহায্য পেয়ে অসহায় মানুষগুলোর যেন ঈদের আনন্দ।

দুস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন মানবিক পুলিশকে সহস্র শ্রদ্ধা। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোর বিপদে পাশে দাঁড়ায়।

শ্রদ্ধা ও ভালবাসা স্যার।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন