Sylhet View 24 PRINT

উপাচার্যদের হাত ধরে একেকটি বিশ্ববিদ্যালয় কি অন্ধকারে যাচ্ছে?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১৬:৫৯:১৮

পীর হাবিবুর রহমান :: আরেকটি অডিও ফাঁস হওয়ায় দেখা যাচ্ছে জাবি ভিসি ফারজানা টাকা ভাগ করে দিয়েছেন। তিনি এখন বিতর্কের কাঠগড়ায়; তারও পদত্যাগ চাই;  এর কঠিন তদন্ত চাই। এই সমাজকে শিক্ষিতরাই নষ্ট করে দিয়েছে। উপাচার্যদের হাত ধরে একেকটি বিশ্ববিদ্যালয় কি তবে অন্ধকারে যাচ্ছে?

সকালে যাকে সাধুবাদ জানাই রাত নামলেই দেখি তারাও লোভের পথে নগ্নভাবে হেঁটেছিলেন। আর এ অপরাধে শোভন-রাব্বানী অব্যাহতি পেলে সাদ্দামসহ বাকিরা কেন পাবে না? আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারেন না।

সকল বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির তদন্ত হওয়া উচিত। একটা সময় ছাত্রনেতারা শিক্ষকদের সমীহ করতেন। এখন বিপথগামী প্রশাসন ও শিক্ষকরা ছাত্রনেতাদের সমীহ করেন। সমাজটা এতোটাই পচে নষ্ট যে, একেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দিকে তাকালে রুচিতে লাগে, বমি আসে।

যেখানে বিশ্ববিদ্যালয়গুলিতে মর্যাদাবান আদর্শিক শিক্ষকরা ভিসি নন; আদর্শ শিক্ষকের আইডল নেই; সেই সব বিশ্ববিদ্যালয় জাতির আলোকিত সন্তান উপহার দেবে কিভাবে? শিক্ষকরা নষ্ট হলে, দুর্নীতি লোভে ডুবলে, রাজনীতি সরকার তাদের ঠিক করবে কিভাবে? সবার আজ অনেক টাকা চাই, অনেক টাকা।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০১৯/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.