Sylhet View 24 PRINT

মুজিবকন্যাকে এ লড়াইয়ে জিততে দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২৫ ২২:১১:১৮

পীর হাবিবুর রহমান :: অতিকথন না, এতদিন কই ছিলেন? মুজিবকন্যাকে এ লড়াইয়ে জিততে দিন, জিতলে আইনের সুশাসন জিতবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়ে, একের পর এক পাকড়াও না করানোর আগে তো কেউ কিছু জানতেন না! মন্ত্রী নেতার একাংশ এখন চুপ করেন। অভিযানটা সফল হতে দেন।

একে একে সব অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণে এলেই দেশ ও জনগণ বিজয়ী হবে। ক্ষমতার দম্ভে আইন-কানুন লঙ্ঘন করে, দুর্নীতি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মে যারাই যেখানে অর্থ বিত্তে অপরাধী, যে পেশায়ই থাকুন না কেনো, যে দলেই থাকুন না কেনো, নারী না পুরুষ, কে কোন ধর্মের দেখা হবে না।

মুজিবকন্যা শেখ হাসিনাই এই সাহসী যুদ্ধের ডাক দিয়েছেন। এই যুদ্ধে জিততে হবে। জনগণের সমর্থন আছে, এই বিজয় শেখ হাসিনার একার বিজয় নয়, এটা আইন ও সু-শাসনের বিজয়। দেশের সৎ ও আদর্শিক জনতার বিজয়।

সকল সরকার দলের অপরাধ ও অপরাধীদের যেখানে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, সেখানে শেখ হাসিনা আইনের হতে ঘর থেকেই, দল থেকেই তুলে দিচ্ছেন। এটাই ইতিহাস, বিপ্লব। এটাকে তাই অভিনন্দন, সমর্থন। অতএব অতিকথন কেউ করবেন না। বিতর্কের সুযোগ নেই। এটাই আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যেই হোক তাকেই ধরা হবে।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.