Sylhet View 24 PRINT

পদ না পেলে নেতা খারাপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৩ ১৯:৪০:২৭




|| আরাফাত হোসেন ||

রাজনী‌তি‌তে সক্রিয়ভাবে তরুণদের অংশগ্রহন না হওয়ার কারণ মূলত তারা অন্য‌দের তেল মারতে পারবে না। অন্য দশজনের ম‌তো প্রিয় নেতা/প্রিয় ভাই বলে ছবি পোস্ট দিতে পারবে না। যখন ভালো পদ পাচ্ছে না, তখন নেতার বিরুদ্ধেও কথা বলাও যাবে না ।

আবার নেতাও যখন ছে‌লে‌দের অতিরিক্ত ব্যবহার করতে পারবেন না, তখন তাদের ছে‌ড়ে দেয়া বা ফেলে দেয়াও সই‌তে পারবেন না! এ‌ক্ষে‌ত্রে এ‌টি কো‌নো সৎ রাজনী‌তিবি‌দের কা‌জের ধরণ প্রকাশ ক‌রে না ।

বর্তমা‌নে রাজনী‌তি হ‌লো, জীবন শুরু করাযা‌দের অন্য কো‌নো কা‌জের অ‌যোগ্যতা বা অনু‌পো‌যোগী ব‌লে বি‌বে‌চিত হন তারা। তারাই সহ‌জে নাম খ্যা‌তি অর্জন করার পথ হি‌সে‌বে রাজনী‌তি‌কে বে‌ছে নি‌চ্ছেন । আর সু‌যো‌গের অসৎ ব্যবহার ক‌রে তৈরি কর‌ছেন প্রচুর ধন সম্প‌ত্তির প্রাচুর্য। ‌নিত্যনতুন ব্যাংকে টাকার একাউন্ট খুলছেন, টাকার পাহাড় গড়‌ছেন । যারা এগুলো করে, তারা আজ অ‌নে‌কেই বড় নেতা, বড় দুর্নীতিবাজ হি‌সে‌বে সমা‌জে শেকড় বিস্তার ক‌রে‌ছেন । এই  সব‌কিছুর মূল সূত্রপাত হলো রাজনী‌তি‌বিদ‌দের ব্যাংকে টাকার একাউন্ট খু‌লে দুর্নী‌তির পথে পা রাখা ।

আবার  
ঠিকঠাক পদ/নমিনেশন পেলে নেতা আমার খুবই ভালো । তি‌নি মানবকল্যা‌ণে প্রচুর গুরুত্বপূর্ণ একজন ব্য‌ক্তি‌ত্বের অ‌ধিকারী ব‌লে এই সমা‌জে বি‌বে‌চিত হ‌বেন ।

লেখক‌: যুক্তরাজ্য প্রবাসী ফ্রিল্যান্সার
(মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.