আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয় অক্ষুন্ন রাখতে চান শামীমা শাহরিয়ার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৫ ২১:১১:০০

তাহিরপুর প্রতিনিধি :: নারী ও যুব জাগরণের মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) নির্বাচনী এলাকায় নৌকার বিজয়ের ধারা অক্ষুন্ন রাখতে চান কেন্দ্রীয় কৃষক লীগের নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচি প্রচার উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা কৃষকলীগ ও আলীগের অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল সমাবেশে এ প্রত্যাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী শামীমা শাহরিয়ার।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, হাওরবাসীকে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা দেখিয়েছেন আগামী নির্বাচনে হাওরবাসীর উচিত তার প্রতিদান দেয়া।

তিনি বলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় গত ১৫ বছর ঘুরে প্রতিটি গ্রামে ও প্রতিটি কেন্দ্রে একটি করে কৃষক লীগের কমিটি এবং কৃষাণী কমিটি গঠন করেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেন তাহলে প্রতিটি কেন্দ্রে নারী ও যুব জাগরণ ঘটিয়ে বিপুল ভোটে সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয়ের ধারা অক্ষুন্ন থাকবে।

উপজেলার বাদাঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব রহিস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমদ, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, আলহাজ্ব জিল্লুর রহমান, ওয়াহিদুজ্জামান খসরু, পরিতোষ সরকার, নুরুল হক মাস্টার, রাসেল আহমেদ, ডা. রহমত  আলী প্রমুখ।

সিলেটভিউ/৫ অক্টোবর ২০১৮/আরাস্বা/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী