আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে হেভিওয়েট প্রার্থীদের ব্যাংকে যার যত টাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৫ ২০:৪৫:১০

শহীদ নুর আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি :: ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থী। ঋণ খেলাপী, মনোনয়নপত্রে ত্রুটিসহ বিভিন্ন কারণে যাচাই বাছাইয়ে ইতোমধ্যে বাতিল হয়েছে ১০ জনের মনোনয়ন। মনোনয়নপত্রের হলফনামায় প্রার্থীদের সম্পত্তির বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, ঋণের পরিমাণ উল্লেখ করা হয়েছে।  হলফনামা অনুযায়ি ৫টি আসনের হেভিওয়েট প্রার্থীদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থে পরিমাণ জানা গেছে।

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর, ধর্মপাশা) আসনে হেভিওয়েট তিন প্রার্থী মধ্যে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নামে ব্যাংকে জমা রয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮শত ৩ টাকা। বিএনপি মনোনীত আরেক প্রার্থী সাবেক সংসদ সদস্য নজির হোসেনের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১৩ লক্ষ ৯ হাজার ৩শত ৪৬২ টাকা। এই আসনে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলামের ব্যাংকে ২ লক্ষ টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। 

সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে আলোচনায় আছেন হেভিওয়েট দুই প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তা ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. নাসির উদ্দিন চৌধুরী। যাদের মধ্যে জয়া সেন গুপ্তার ব্যাংকে জমা রয়েছে ৯১ লক্ষ ৪৫ হাজার ৯ শত ৬৯ টাকা ৩০ পয়সা। অপর প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর নামে ব্যাংকে কোন টাকা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়।

সুনামগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মো. শাহীনুর পাশা চৌধুরী ও গণফোরাম মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। যাদের মধ্যে এম এ মান্নানের ব্যাংকে জমাকৃত অর্থ ৫৫ লক্ষ ৩৫ হাজার ৮শত ২ টাকা। অপর প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীর ব্যাংকে রয়েছে ১ হাজার ১শত ৪০ টাকা। আরেক প্রার্থী নজরুল ইসলামের  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৪০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয় হলফনামায়।

সুনামগঞ্জ-৪(সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ) আসনে ৩ হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় আছেন বর্তমান সংসদ সদস্য মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল হক আছপিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মতিউর রহমান। যাদের মধ্যে পীর ফজলুর রহমানের ব্যাংকে জমা রয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৩শত ৮৪ টাকা। অপর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক আছপিয়ার ব্যাংকে জমা রয়েছে ৫০ হাজার টাকা। আরেক প্রার্থী মুতিউর রহমানের ব্যাংকে কোন টাকা নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ৩ হেভিওয়েট প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ ও বিএনপি মনোনীত আরেক প্রার্থী মো. মিজানুর রহমান।
যাদের মধ্যে মহিবুর রহমান মানিকের ব্যাংকে জমা রয়েছে ৩৫ লক্ষ ৩৩ হাজার ৪শত ৯২ টাকা। অপর প্রার্থী কলিম উদ্দিন আহমদের ব্যাংকে জমা রয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ২শত ৫০ টাকা। অপর প্রার্থী মিজানুর রহমানের ব্যাংকে ১২ লক্ষ টাকা ৪৪ হাজার ২শত টাকা জমা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সিলেটভিউ/৫ ডিসেম্বর ২০১৮/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী