Sylhet View 24 PRINT

আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজা: প্রতিমন্ত্রী মান্নান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৫ ২২:১৬:১৬

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার হলো উন্নয়নের রাজা। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোয়া যে জায়গায় পড়েছে, সেই জায়গায় রাস্তা থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট এবং গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন করেছে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার গ্রামের গরীব, দুঃখী ও কৃষকের পাশে ছিল। আগামী দিনেও সরকার মেহনতি মানুষের উন্নয়নে কাজ করবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর আর কোন সরকারের সময়েই এ ধরনের উন্নয়ন হয়নি। তাই আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে বিজয়ী হলে ছাতক থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করবো। সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনা হয়ে আবার ঢাকায় রেলপথে দেশের মানুষ পুরো বাংলাদেশ ঘুরতে পারে সেই কাজ আওয়ামী লীগ সরকার করবে। আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার বিকাল পাঁচটায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মুরাদপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আমান উল্লাহ’র সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোলাম নুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বশির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সফিকুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন, মুরাদপুর গ্রামের মাও. আব্দুল সাহিদ, আহমদ হোসেন, আব্দুল আলী, দিলোয়ার হোসেন দিলু, হাবিবুর রহমান, সাঞ্জব আলী, মাও. আইন উদ্দিন, মাও. আব্দুর রউফ, আহমদ নুর, শাহবাজ মিয়া, আব্দুল্লাহ মুলুক, আবুল হোসেন, আব্দুস ছাত্তার, আবু বকর, ফুল মিয়া, লালুখাই গ্রামের আব্দুল হাই, যুবলীগ নেতা সাজিদুর রহমান সাজিদ, ইউপি সদস্য আরজান আলী প্রমুখ।

সিলেটভিউ/৫ ডিসেম্বর ২০১৮/এসকে/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.