Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুনামগঞ্জে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১০ ১৯:৪৮:১০

সুনামগঞ্জ প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও রক্তের ঋণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনে আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা পরবর্তি মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের উপরে আলোচনা রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হারুণ অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান, জেলা মুক্তযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, আবু সুফিয়ান, আব্দুল হাসিম, অ্যাড. আসাদুল্লাহ সরকার, অ্যাড. রইস উদ্দিন আহমদ, পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, জেলা আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন , অ্যাড. সবিতা চক্রবর্তী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, শিক্ষাবিদ দিলিপ কুমার মজুমদার, জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আবু বক্কার সিদ্দিক , সড়ক ও জনপথের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুর রব চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা করুণ সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। যাঁর ডাকে সাড়া দিয়ে এদের কৃষক, মজুর, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো। যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেল খানায় বন্ধি করে রাখা হয়। পাকিস্তানী দুসররা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করে। বঙ্গবন্ধু হানাদারদের কাজে মাথা নত করেননি। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানী শাসক গোষ্ঠী বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্ত করে দিতে।

বক্তারা বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস হলো স্বাধীনতার পূর্ণতা দিবস। তাই এই দিনকে সরকারীভাবে যথাযোগ্য মর্যদায় পালন করার আহ্বান রাখেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/১০ জানুয়ারি ২০১৯/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.