আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নারীদেরকে নিজেদের অবস্থান তৈরি করে নিতে হবে হবে: শামীমা শাহরিয়ার এমপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৮ ২০:২৪:১৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, 'নারী সমাজের পাশে থেকে কাজ করতে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। আপনাদের কারণেই আমি শামীমা থেকে শামীমা শাহরিয়ার, এই শামীমাকে সংসদে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন আপনারা। আপনাদের ভালোবাসা, শক্তি, সাহস, প্রেরণা আমাকে মহান জাতীয় সংসদে যাওয়ার প্রেরণা যুগিয়েছিল।'

শুক্রবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্র কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস -২০১৯ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিতিদের উদ্দেশ্যে এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি আরো বলেন, 'আজ থেকে ২০-৩০ বছর আগে আমাদের নারীরা এতোটা বাহিরে আসতে পারতো না। তারা সর্বক্ষেত্রে পিছিয়ে থাকতো। কিন্তু এখন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদেরকে শিক্ষায়, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বচ্ছল করার জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে ইতিবাচক অবস্থানে দাড় করিয়েছেন।'

তিনি বলেন, 'বৈষম্য, বাল্যবিবাহ, ধর্ষণসহ সকল প্রকার দূর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে নারীদেরকে সোচ্চার হতে হবে। নারীদেরকে শুধু নারী নয়, মানুষ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নিতে হবে।'

সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের সভানেত্রী নাহিদ আফরোজ সুলতানার সভাপতিত্বে এবং সহকারি কমিশনার নুসরাত ফাতিমা ও ফারজানা আক্তার ববি'র যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সিআইডি শাখার বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার, নারী নেত্রী শীলা রায়, জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জের চেয়ারম্যান ফৌজিআরা শাম্মী, সুনামগঞ্জ মহিলা সমিতির সভানেত্রী উষা রায়, বীরাঙ্গনা জমিলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার রুমা, স্বাগত বক্তব্য রাখেন মহিলা কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক দিলারা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহসহ বিভিন্ন প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা। বক্তব্যে বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।'

আলোসভা শেষে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট শামীমা শাহরিয়ারের হাতে সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সুনামগঞ্জ জেলার একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ছয়জন বীরাঙ্গনা নারীকে পুরষ্কার প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/০৮ মার্চ ২০১৯/এসএইচএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী