আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

উপজেলা নির্বাচন: সুনামগঞ্জে আ.লীগ-বিএনপি মিলেমিশে একাকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৬:৪৯:০৪

শহীদনুর আহমেদ, সুনামগঞ্জ :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজপথের বিরোধীপদল বিএনপি বিএনপি ভোট বর্জনের কারণে কাগজে-কলমে না থাকলেও ভোটের মাঠে প্রত্যক্ষ-পরোক্ষভাবে নিজ নিজ উপজেলায় আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় রয়েছেন বিএনপি বড় অংকের নেতাকর্মীরা।

রাজনৈতিকভাবে বিপরীতে মেরুতে থাকা প্রাধন দল দুটির নেতাকর্মীরা নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মিলেমিশে একাকার হয়ে গেছেন।

তিন উপজেলায় একেবারে ব্যতিক্রমী চিত্র, যেখানে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতারা, সেখানে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগের পক্ষে বিএনপি আর বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

এই ‘আগুন-পানি’ এক হওয়ার পেছনে দলীয় কোন্দল, আঞ্চলিকতা, বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্কের পাশাপাশি ব্যবসায়ীক লেনদেনের মতো বিষয়গুলো অনুঘটক হিসেবে কাজ করছে।

জানা যায়, ধর্মপাশা উপজেলায় যে চারজন প্রার্থী হয়েছেন তাদের সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তাদের মধ্যে আলোচনায় আছেন ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ভাই মুজাম্মেল হোসেন রুকন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ। এমপির প্রভাবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সোয়ার হয়েছেন রুকনের ঘোড়া পিঠে। বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী মুরাদের নৌকার পালে হাওয়া দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তাহিরপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বাবুল স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আস্থাভাজন। নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। নির্বাচনে আনিসুল বিরোধী বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বাবুলের পক্ষে। অন্যদিকে  উপজেলায় সংসদ সদস্যের প্রতিপক্ষ গ্রুপের নেতারা কাজ করছেন স্বতন্ত্র প্রাথী আনিসুলে পক্ষে।

জামালগঞ্জে বিএনপি প্রার্থী না দিলেও দ্বিধাবিভক্ত বিএনপি দু’ভাগ হয়ে অনেকটা প্রকাশ্যে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর পক্ষে। এখানে নৌকার প্রার্থী ইউসুফ আল আজাদের পক্ষে কাজ করছেন বিএনপির বর্তমান উপজেলা চেয়ারম্যান শামসুল আলম ঝুনুর অনুসারীরা। আর স্বতন্ত্র প্রার্থী শামীমকে জেতাতে মাঠে আছেন ঝুনুর প্রতিপক্ষ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী। প্রচার-প্রচারণা শুরু পর থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকা শামীমের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী। নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মর্মে এই গতকাল এই উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধন্ত নেয় নির্বাচন কমিশন। 

দক্ষিণ সুনামগঞ্জে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার করণে দল থেকে বহিস্কার হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ চেয়ারম্যান ফারুক আহমদ। নির্বাচনে তাঁর একামাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আবুল কালাম।

জেলা আওয়ামী লীগের গ্রুপিংয়ের জের ধরে কালামের বিপরীতে চালা নেতারা অনেকটা প্রকাশ্যে অবস্থান নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুকের পক্ষে। দলের দুই ইউপি চেয়ারম্যান নৌকার বিপক্ষে কাজ করছেন বলে ইতোমধ্যে অভিযোগ করেছেন কালাম।

এদিকে, দক্ষিণ সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ফারুকের দীর্ঘদনের প্রতিপক্ষ জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন। প্রার্থী হওয়ার কারণে ফারুক দল থেকে বহিস্কার হলেও ‘শত্রুতা’ কমেনি এ দুই বিএনপি নেতার। নির্বাচনে আনসার অনুসারী বিএনপি নেতাকর্মীরা কাজ করেছেন নৌকার প্রার্থী কালামের পক্ষে।

দিরাইয়ে তৃণমূল বিএনপি নেতারা অকেটা প্রকাশ্যে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাব উদ্দিন মাস্টারের পক্ষে। এ উপজেলায় আলতাবকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যের কারণে বেশ অসুবিধায় পড়েছেন নৌকার প্রার্থী প্রদীপ রায়। একই অবস্থা শাল্লাতেও। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল-আমিন চৌধুরীকে টেক্কা দিতে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবণী মোহন দাসের পক্ষে।

ছাতকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী ফজলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ফজলু স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পছন্দের প্রার্থী। এমপির পছন্দের প্রার্থীকে ঠেকাতে আওয়ামী লীগের মানিকবিরোধী অংশ এবং বিএনপি অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছেন বিদ্রোহী প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুলের পক্ষে। বর্তমান উপজেলা চেয়াম্যান বকুল কিছুদিন আগেও মানিকের আস্থাভাজন হিসেব পরিচিত থাকলে এখন যোগ দিয়েছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গ্রুপে। 

দোয়ারাবাজারে পাঁচ প্রতিদ্বন্দ্বির মাঝে চারজনই আওয়ামী লীগের। আর একজন সাবেক বিএনপি নেতা। তাদের মাঝে আলোচনায় আছেন আওয়ামী লীগ মনোনীত ডা. আব্দুর রহিম, বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভির আশরাফী বাবু ও সাবেক বিএনপি নেতা হারুনুর রশিদ। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী হারুনের  হাতে উপজেলা বিএনপি নেতা শাহজাহান মাস্টার লাঞ্ছিত হওয়ার কথিত ঘটনার পরিপ্রেক্ষিত অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তাদের সবাই ছিলেন উপজেলা আওয়ামী লীগের পদদারী নেতা। প্রতিবাদে এই চিত্র দেখে স্থানীয়রা মনে করছেন বিএনপি নেতা শাহজাহানের নেতৃত্বাধীন গ্রুপ কাজ করছে ডা. রহিমের নৌকার পক্ষে। অপর দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ বিএনপির একটি বড় অংশ একজোট হয়ে কাজ করছে।

সদর প্রার্থী না দিলেও বসে নেই বিএনপি নেতারা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলের পক্ষে প্রকাশ্যে রয়েছেন দলের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। মাঠেও কাজ করছেন অনেক নেতা। আর গোপনে কেউ কেউ সমর্থন যোগাচ্ছেন বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টুকে। আর আত্মীয়তার সূত্রে আওয়ামী লীগের অপর বিদ্রোহী রাসিদ বখত নজরুলের পক্ষে রয়েছে ছাত্রদল, যুবদলের একাংশ।

বিশ্বম্ভরপুরে প্রার্থী হয়ে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার হয়েছেন বিএনপির বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ দুলাল। তার অনুসারী বিএনপি নেতারা পক্ষে থাকলেও দীর্ঘদিন ধরে হারুনের বিপক্ষ বলয়ের নেতারা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর রফিুকল ইসলাম তালুকদার। কেউ কেউ আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রার্থী সফর উদ্দিনের সাথে। আওয়ামী লীগের কোন কোন নেতাও চাইছেন দলের দুই প্রার্থীর ফাঁক গলিয়ে বেরিয়ে আসুক হারুনের মোটরসাইকেল।

সিলেটভিউ২৪ডটকম/০৯ মার্চ ২০১৯/এসএনএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী