Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে নববর্ষ বরণে উদীচী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ২১:৩৪:৪১

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রতিবছরের ন্যায় এবারো প্রানের উৎসব পয়লা বৈশাখ উদযাপন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠী।

রবিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার মাহবুবা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সংসদের উদ্যোগে বর্ষবরণ-১৪২৬ বাংলা উদযাপিত হয়েছে।

শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, প্রবীন ব্যক্তিত্ব হাজী তহুর আলী, প্রাক্তন প্রধান শিক্ষক দিলিপ কুমার তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, শাহজালাল কলেজের সহযোগী অধ্যাপক এনামুল কবির, সমাজসেবক মাসুক মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, খানাইঘাট চরিপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলেমান কবির, উপজেলা উদীচীর সহ-সভাপতি দোলন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ, কোষাধ্যক্ষ জয়ন্ত তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবেল আহমদ, সহ-সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, শুয়েব জায়গীরদার।

আলোচনা সভার পরপরই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সঙ্গীত বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত, আবৃত্তি বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় আবৃত্তি, দামাইল ইতাদি পরিবেশন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/এসকে/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.