আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রাজনপুর প্রিমিয়ার লীগ ২০১৯ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ২০:৩২:৪৭

সিলেট :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন রাজনপুর প্রিমিয়ার লীগ ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিংস ইলেভেন রাজনপুর দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুল হুদা মুকুটের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু। 

প্রধান বক্তা ছিলেন টুর্নামেন্টের পৃষ্টপোষক সমাজকর্মী ও সংগঠক রোটারিয়ান মো. ইকবাল হোসেন এমবিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এমরাজ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিদ রাজা চৌধুরী তালুকদার, ডা. সুনীল অধিকারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেদওয়ানুর রহমান, মো. সেলিম মিয়া, মো. সানুর মিয়া, মো. আলী হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. শাখাওয়াত হোসেন, মো. শামীম আহমদ, মো. আলাল মিয়া, মো. সালেক মিয়া, নুরুল আলম, তারেক আহমদ, যুবরাজ, সবুজ মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং উভয় দলকে মেডেল পরিয়ে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা বোলারেরব পুরস্কার দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী