আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুনামগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ২০:০৭:২৩

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মানসুরুল হক, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জাকির হোসেন।

আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার তাছলিমা আক্তার, একটি বাড়ী একটি খামার উপজেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা সহকারি মৎস্য অফিসার লিয়াকত আলী, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।

অপরদিকে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাসিক সমন্বয় সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/এসকে/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী