আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে হামলায় দুই সহোদর আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৯ ০০:৩৭:০৫

সিলেট :: ছাতকে মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দুই সহোদর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামে ইউপি সদস্য নুরুজ্জামানানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাসারুচর গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র সোয়েব আহমদ ও এমরান আহমদ।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, শবে বরাত উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামানের বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন এ দুই সহোদর। এসময় পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্র নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় একই গ্রামের আব্দুল মন্নান, তার ভাই আব্দুল হান্নান, আব্দুল মন্নানের পুত্র শাহীন আলম, বদরুল আলম, জাহাঙ্গীর আলম ও আলমগীর আলমসহ তাদের সঙ্গীরা।

আহতদের চিৎকার শুনে মিলাদ মাহফিলে যোগ দেয়া লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুই সহোদরকে স্থানীয়রা উদ্ধার করে ছাতকের কৈতক হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত সোয়েব আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত দুই সহোদরের বড় ভাই মাহবুব আহমেদ।
তিনি জানান, হামলাকারী আব্দুল মন্নান পূর্বে একটি হত্যা মামলার আসামী ছিলেন। এ পরিবারের কার্যকলাপে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন ছাতক থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী