Sylhet View 24 PRINT

বাংলাদেশ হবে সুইজারল্যান্ড, হংকংয়ের মতো: সুনামগঞ্জে মন্ত্রী তাজুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ২০:০৭:৫৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘এ দেশকে একটি আত্মপ্রত্যয়শীল জাতিতে রূপান্তর করার জন্য অবদান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে বাংলাদেশ হবে সুইজারল্যান্ড, হংকংয়ের মতো দেশ। বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকার হাওরবাসীর বিদ্যুৎ, দারিদ্রতা, ফসল উৎপাদন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যের সমস্যা চিহ্নিত করে যুগপৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাই হাওরবাসীর হতাশার কোনো কারণ নেই।’

শনিবার বেলা আড়াইটায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা চত্বরে ‘উবদাখালী ও কায়েতকান্দা সুমেশ্বরী নদী’র ওপর দুটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমবায় মন্ত্রী আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে হাওরবাসীর জন্য যুযোপযোগী অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। হাওরবাসীকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা দেখেন না। হাওরের রাস্তাঘাট, সেতু, কালভার্ট যেমনি হবে তেমনি হাওরের যে সমস্ত উপযোগীতা, উর্বরতা রয়েছে তা কাজে লাগিয়ে হাওরবাসীর উন্নত জীবনের ব্যবস্থা করা হবে।’

জনসভায় মধ্যনগরবাসী মধ্যনগর থানাকে উপজেলায় রূপান্তর করার জন্য দাবি জানালে মন্ত্রী বলেন, ‘মধ্যনগরকে উপজেলা করার জন্য যে সমস্ত নিয়ম প্রতিপালন করা দরকার সে সমস্ত নিয়ম কানুন প্রতিপালন করে আমি আমার দপ্তর থেকে ফাইলটি সুপারিশ করে নিকার মিটিংয়ের জন্য প্রেরণ করেছি। নিকার মিটিং হলে আশা করি মধ্যনগর উপজেলা হবে।’

সভায় স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচলনায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন।

এর আগে শনিবার সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নে স্থানীয় এমপির বাসভবনে ধর্মপাশা উপজেলায় স্থানীয় সরকারের অধীনে সংস্থা ও দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ডিএমপির যুগ্ন কমিশনার (গোয়েন্দা) আব্দুল বাতেন, নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সেলবরষ ইউপি চেয়ারম্যান নুর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/এসএন/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.