Sylhet View 24 PRINT

শ্রীলঙ্কা থেকে ফিরলো সুনামগঞ্জের জায়ানের লাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৪ ১৩:৪৩:৪০

এই ফ্লাইটেই এসেছে জায়ানের লাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত সুনামগঞ্জের জায়ান চৌধুরীর লাশ দেশে আনা হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৮৯ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে জায়ানের লাশ নিয়ে যাওয়া হয়েছে বনানীস্থ তার নানা ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায়। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

জানা গেছে, আজ আসরের নামাজের পর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে জায়ানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের অবস্থা শঙ্কামুক্ত নন। শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি। বাবাকে সেখানে রেখেই লাশ হয়ে দেশে ফিরেছে জায়ান।

মশিউল হক চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়ার বাসিন্দা। নিজের স্ত্রী-সন্তানদের নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন তিনি। গত রবিবার সেখানে সিরিজ বোমা হামলায় জায়ান নিহত হয়।

হামলার সময় হোটেলের নিচতলার একটি রেস্তোরাঁয়া নাশতা করতে গিয়েছিলেন তারা। 

সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.