আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ হাসপাতালে দুই মুক্তিযোদ্ধা, ৮ ঘন্টা পরও আসেননি ডাক্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৪ ২০:৫৫:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের সাততলার জনমানবহীন কেবিনে অসুস্থ দুই মুক্তিযোদ্ধাকে ভর্তি দিয়ে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) সকাল ১১টায় তাদের কেবিনে এনে রাখার পর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডাক্তার, নার্সসহ হাসপাতালের কেউ তাদের এসে দেখেনি। তাছাড়া বিদ্যুতের কারণে লিফটে সমস্যা থাকায় অসুস্থ ও বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের চরম কষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কেবিনে এনে রাখার ৮ ঘন্টা পরও তাদের খোজ নেয়নি। তাই অভিমানে নিচের দুই সিড়ি ভেঙ্গে পুরুষ ওয়ার্ডের সাধারণ বেডে এসেছেন।

জানা গেছে অসুস্থ শরীর নিয়ে মুক্তিযোদ্ধা মালেক পীর ও সুজাত মিয়া কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের নির্দেশে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এই দুই মুক্তিযোদ্ধাকে নতুন ভবনের সাততলার কেবিনে এনে রাখেন। বিশাল এই ফ্লোরের সব কক্ষই খালি, জনমানবহীন। এমন একটি বিশাল ফ্লোরে দুই মুক্তিযোদ্ধাকে এনে রাখায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া লিফট থাকলেও বিদ্যুৎ ও অপারেটরের কারণে সাততলা থেকে নিচে নামতে গিয়ে তাদের জীবনই ঝুঁকির মুখে আছে। এদিকে কেবিনে রাখার দীর্ঘ আট ঘন্টা পরও একবারের জন্যও তাদেরকে এসে কেবিনে না দেখায় তারা অনেকটা নিঃসঙ্গ ও সেবাবঞ্চিত বোধ করছেন। যে কারণে সন্ধ্যা সাড়ে সাতটায় তারা নিচের ৫ তলায় পুরুষ ওয়ার্ডের সাধারণ বেডে চলে এসেছেন।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাততলায় সকল কেবিন। এখানে মুক্তিযোদ্ধাদের এনে রাখা হয়েছে। আপাতত তারা দুজন ছাড়া আর কোন রোগী কেবিনে নেই। তবে তারা দুজনই আমাদের পর্যবেক্ষণে আছেন। আমরা তাদের নিয়মিত সেবাদানের চেষ্টা করছি।

সিলেটভিউ২৪ডটকম/৪ মে ২০১৯/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী