Sylhet View 24 PRINT

সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মুজাহিদ নির্বাচিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৬ ০০:২১:৫৫

ছাতক প্রতিনিধি :: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের উপ- নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোজাহিদ আলী (আনারস) প্রতিক নিয়ে ৩ হাজার ৬শত ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আশিকুল ইসলাম আশিক নৌকা প্রতিক নিয়ে এক হাজার ৬শত ৩৪ ভোট পেয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সন্ধ্যায় ভোট গননা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাফিজুর রহমান মোজাহিদ আলীকে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত হওয়া সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(২) ধারার ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তিতে সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

পরবর্তীতে গত ২৩ জানুয়ারি নির্বাচনে তফসিল ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক দিন আগে ২৭ ফেব্রুয়ারি একটি রিটের প্রেক্ষিতে সিংচাপইড় ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট।

অবশেষে ৫মে নির্বাচনের মধ্য দিয়ে মোজাহিদ আলী চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

সিলেটভিউ২৪ডটকম/৬ মে ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.