আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দিরাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জুর আলম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১০ ১১:৫৩:০২

দিরাই প্রতিনিধি :: শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকল উপজেলার ন্যায় উন্নয়ন অগ্রগতিতে দিরাই উপজেলা যেন পিছিয়ে না পড়ে সেজন্য যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে হবে। সকল লোভ-লালসা পরিহার করে সবাই মিলে দিরাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

নতুন পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে দিরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাগণ। এরপর গোপন ভোটের মাধ্যমে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী।

এসময় সভায় উপস্থিত ছিলেন- দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, করিমপুর ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদারসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১০ মে ২০১৯/এইচপি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী