আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১৪:০০:১৫

ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করার অপরাধে বালু বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা জব্ধ করা হয়েছে।

পরে নৌকার মাঝি জামালগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম, আল-আমিন ও জামাল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নৌকা ছেড়ে দেয়া হয়।

শনিবার শহরের তাতিকোনা-বৌলা এলাকায় সুরমা নদীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।

জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করে যাচ্ছে। শহরের বৌলা, তাতিকোনসহ মুক্তিরগাঁও ও কালারুকা এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী বিআই ডব্লিউ ও হাইড্রোগ্রাফি সার্ট ছাড়াই অপরিকল্পিতভাবে তাতিকোনা, বৌলা এলাকায় সুরমা নদীর চর থেকে প্রতিদিন ৩০-৪০ হাজার ঘনফুট মাটি-বালু উত্তোলন করে বিক্রি করছে।

এতে গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পড়ার আশংকাসহ সরকার লক্ষ-লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধ করতে না পারলে ভবিষ্যতে তাতিকোনা, বৌলাসহ গোটা এলাকা মারাত্মক নদী ভাঙ্গনের পড়ার আশংকা করছে এলাকাবাসী।

গত ২৪ এপ্রিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে জড়িত তাতিকোনা, বৌলা গ্রামের একজন শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে সহকারী কমিশনা (ভুমি) বরাবরে একটি লিখিত অভিযোগ (ডকেট নং-৭৪৪) দিয়েছেন বৌলা গ্রামের মুহিবুর রহমান নামের এক ব্যক্তি।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এমএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী