Sylhet View 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ২২:০৪:৩৫

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্রয়লার মুরগির দোকানিসহ সাত প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার ছাতক পৌর শহরে বাজার মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে পঁচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে আতিক তান্দুরী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, প্রীতিরাজ শাহিন রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।।

এছাড়া চারটি ব্রয়লার মুরগির দোকান থেকে ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানী ও ফল ব্যবসায়ীরা জরিমানা ও দন্ড এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.