আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দেশের জনসাধারণের কর্তৃত্ব মেনেই দায়িত্বপালন করতে হবে: পরিকল্পনা মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২২ ২০:৫১:২৯

সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনা মন্ত্রী  এম এম মান্নান বলেছেন, দেশের জনসাধারণ দেশের মালিক। তাদের কর্তৃত্ব মেনেই দায়িত্ব পালন করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। রাগ অনুরোগের বশবর্তী হয়ে নয় আন্তরিকতার সাথে সেবাপ্রদান করতে হবে। কেননা প্রধানমন্ত্রী জনগনের কর্তৃত্ব মেনে রাষ্ট্র পরিচালনা করেন। জনগনকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা করেন। আমি  সহযোগিতা স্নেহ ভালোবাসা চাই। যতদিন বাঁচবো থাকবো সুনামগঞ্জ তথা দেশের জন্য কাজ করে যাবো।

মন্ত্রী দেশের চলমান উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, দেশে বিশাল পরিবর্তণ হচ্ছে। দেশের অন্তরলোকে আর বর্হিলোকে উন্নয়ন হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রয়াস আর আমাদের মূল আত্মপরিচয়ের বীজ পুনরায় স্থাপনের মাধ্যমে শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের মিছিলের  ন্যায়  দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের মিছিলে সুনামগঞ্জকেও অন্তর্ভুক্ত করতে হবে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ মৌলভীবাজার আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রাব্বানী,  জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার, জেলা পরিষদ চেয়াম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার বরকতুল্লাহ, মিজানুর রহমান, বিজিবির সিও লে. কর্নেল মাসকুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এন. এনামুল কবীর ইমন, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, বীর প্রতিক ইদ্রিস আলী, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক বশির আহম্মদ সরকার প্রমুখ।

জেলা প্রশাসনের ইফতার মাহফিলে আওয়ামীলী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০১৯/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী