Sylhet View 24 PRINT

উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৪ ০০:৩৮:১৪

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিটি সেক্টরেই উন্নয়নের জোয়ার বইছে। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনের পথেও এগিয়ে যাচ্ছে দেশ। দেশের মানুষের কল্যাণে ব্যতিব্যস্ত রয়েছে সরকার।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা আকাশচুম্বী। পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছি আমরা। সরকার সকল শ্রেণিপেশার মানুষের ভাগ্যের উন্নয়ন করছে। এই সরকার ভাতার আবিষ্কারক। সরকার দেশের বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে। এসব ভাতা ছাড়াও আরো অনেক ভাতা দিচ্ছে সরকার। আগামীতে এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করার চিন্তা করছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি আমরা। শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখুন, আগামীতে দেশের চেহারার পাল্টে যাবে। কি যে উন্নয়ন হবে তা কল্পনাই করতে পারবেন না।

সোমবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফি।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফয়েজুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া ও উপকারভোগীরা সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াত করেন মাওলানা নুর উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/০৪ জুন ২০১৯/এসকে/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.