আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকবে হিউম্যান রাইটস: দিরাইয়ে এড. শামসুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৪ ১১:২২:৫৬

সিলেট :: বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই ধারাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সকল প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসতে হবে। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ বঞ্চিত, অসহায় মানুষকে বিনা টাকায় আইনি সহায়তা দিবে। তাদের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা তাদের পাশে থাকবো।

সোমবার হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ দিরাই উপজেলা শাখা আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল কলেজের সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলাম এসব কথা বলেন।

উপজেলা হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ দিরাই উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাংবাদিক সৈদুর রহমান তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করতে হলে আগে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্টা করতে হলে ন্যায় প্রতিষ্টা করতে হবে সর্বাগ্রে। দিরাই উপজেলা হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশে অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে বিনামূল্যে তাদেরকে আইনি সহায়তা দিবেন জেনে আমি খুশি হয়েছি। উপজেলা পরিষদ এই ধরণের প্রতিষ্ঠানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যারা, কাজ করেন তাঁদেরকে অনেক চ্যলেঞ্জ নিতে হয়। আমি আশা করি আপনারা সেই চ্যলেঞ্জ মাথায় নিয়ে মানুষের পাশে থাকবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমারও আপনাদের সহযোগিতা করে যাবো।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উপদেষ্টা, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর।

উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হক, যুবলীগ নেতা একরার হোসেন, মারফত আলী, মকসুদ আলম, জহিরুল ইসলাম জুয়েল, দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, দৈনিক জনতার কন্ঠের সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি কল্লোল তালুকদার, অর্থ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, সদস্য রুম্মান আহমদ, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জীবন্ত সূত্রধর ব্যবসায়ী সহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সিলেটভিউ২৪ডটকম/০৪ জুন ২০১৯/প্রেবি/ডিজেএসে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী