আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাতকের শামীম চৌধুরীসহ ৪৭ নেতাকর্মী ও ব্যবসায়ীর জামিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৮:১১:০৮

সিলেট :: সুনামগঞ্জের ছাতকে গত ১৪ মে রাতে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় আগাম জামিনে থাকা আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীসহ ৪৭ নেতাকর্মী ও ব্যবসায়ী অন্তবর্তীকালীন জামিন লাভ করেছেন। উচ্চ আদালতের নির্দেশে বুধবার দুপুরে সুনামগঞ্জ সেশন জজ আদালত থেকে তারা জামিন লাভ করেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী।

তিনি জানান, ৪৭ জন উচ্চ আদালতে আগাম জামিনে ছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী তারা বুধবার আত্মসমর্পণ করে জামিননামা দাখিল করলে আদালত তাদের অন্তবর্তিকালীন জামিন প্রদান করেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী ছাড়াও রয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন সজল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন চৌধুরী, ছাতক পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী বাবুল, আফিক আলী, ব্যবসায়ী সুহেল চৌধুরী, যুবলীগ নেতা রুহেল চৌধুরী, নজরুল চৌধুরী, যুবলীগ নেতা নুরুজ্জামান আহমদ চৌধুরী স¤্রাট, ফরহাদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি জামাল আহমদ ফরহাদ, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা মাহীর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা ফজলে রাব্বী জনি, দিলোয়ার হোসেন, মামুন মিয়া, কাজল মিয়া, লিটন মিয়া, ইমদাদ হোসেন খোকন, শিপলু আহমদ, ব্যবসায়ী ইকবাল হোসেন, সবুজ আহমদ, টুটুল মিয়া,  আক্তার হোসেন, হেলাল মিয়া, দুলাল তালুকদার, ইকবাল হোসেন রানা, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, মঞ্জু মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ১৪ মে রাতে ছাতকে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। হত্যা, পুলিশ এ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে ৪৭ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। বুধবার উচ্চ আদালতের নির্দেশে তারা সুনামগঞ্জ সেশন জজ আদালতে আত্মসমর্পন করে জামিননামা দাখিল করেন। শুনানী শেষে আদালতের বিচারক তাদের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/মু.র./আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী