Sylhet View 24 PRINT

সুনামগঞ্জের লিলপুর বাজারে আগুন ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৫ ০১:২০:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলার লিলপুর বাজারে মসজিদ মার্কেটের পশ্চিমের গলির অন্তত ১৫ টি দোকানকোটা আগুনে পুড়ে ছাঁই হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা। তবে এখনও অগ্নি কান্ডের কারন জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

পতক্ষদর্শী মোশারফ মুসা জানান, রাত ১১ টা ১৫ মিনিটের দিকে বাজারে আগুনে সূত্রপাত ঘটে। আগুনে অন্তত ১৫টি দোকানপাঠে ৫০ লাখ টাকার সালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত আব্দু্ল্লাহ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কাজ করছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/০৫ জুলাই ২০১৯/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.