Sylhet View 24 PRINT

অবশেষে ছাতকের সেই ডাক্তারকে শোকজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৭ ০০:৩৪:৫৬

মাহবুব আলম, ছাতক :: গত ৩ জুলাই ‘ছাতকে ৬মাসে ৫০দিন অনুপস্থিত ডাক্তার, হাসপাতালে অচলাবস্থা’ শিরোনামে সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর অবশেষে সেই ডাক্তারকে শোকজ করা হয়েছে।

বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিদি, দেরিতে কর্মস্থলে যোগদান, অভিযোগ স্বত্তেও বারবার একই ভূলের কারনে শনিবার (৬ জুলাই) কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সালেহীন খানকে শোকজ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ শর্মা।

নোটিশে তার বিরুদ্ধে কেনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং আগামী মাসের বেতনভাতা বন্ধ রাখা হবে না তার জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ডা. আবু সালেহীন খান প্রায়ই বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিত থাকেন এবং দেরিতে কর্মস্থলে যোগদান করেন ফলে ডাক্তার সংকটে থাকা উপজেলার জনগুরুত্যপূর্ন কৈতক মেডিকেলে চিকিৎসা দিতে এবং তার ডিউটি কে পালন করবে তা নিয়ে দ্বিধান্বিত হয়।

এমনকি ইমার্জেন্সি ডিউটিতেও তিনি এইরকম উদাসীনতা দেখান।

বারবার এই একই অপরাধের অভিযোগ থাকায় তার বিরুদ্ধে আরও আগে ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও রহস্যজনক কারনে তা করা হয়নি।

অবশেষে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের্। তবে এই ধরনের অপরাধের এই রকম লগু শাস্তিকে এলাকার ভূক্তভোগীরা তার জন্য একরকম উপহার হিসাবেই দেখছেন।

এব্যাপারে ডা. আবু সালেহীন খান জানান, এটা অত্যন্ত পরিতাপের বিষয় । আমি (৬ জুলাই) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। ছুটি মঞ্জুরের কাগজপত্র কিছুই অগ্রসর হচ্ছে না। উনি (উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা) যদি ছুটি মঞ্জুর করবেন না, তাহলে কেন আগে উনি ছুটির আবেদন রাখলেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ জুলাই ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.